Russia-Ukraine War: \'রাশিয়ার হাত থেকে ইউক্রেনকে রক্ষা করছে না পশ্চিমী বিশ্ব\'

2022-03-08 3

ফেব্রুয়ারির শেষ থেকে ইউক্রেনে শুরু হয়ে রাশিয়ার হানাদারি। ইউক্রেনে রুশ হানাদারির বিরুদ্ধে রুখে দাঁডা়চ্ছে না বন্ধু দেশগুলি। ন্যাটো সদস্যদের বিরুদ্ধে আগেও এমন অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবারও পশ্চিমী বিশ্বের বিরুদ্ধে সাহায্য না করে হাত গুটিয়ে বসে থাকার অভিযোগ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

Videos similaires